Last Updated: Tuesday, March 4, 2014, 09:10
সোনিয়া গান্ধীর সব আশায় জল ঢেলে তেলেঙ্গানা রাষ্ট্র সমতি জানিয়ে দিল তারা মোটেও কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে না। এমনকি আসন্ন লোকসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে জোট বাধারও কোনও প্রতিশ্রুতিও মিলল না টিআরএস-এর পক্ষ থেকে। দলীয় ম্যারাথন বৈঠকের পর টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর সাফ জানিয়ে দিলেন সর্বসম্মত ভাবেই তাঁরা কংগ্রেসের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।