Last Updated: Monday, November 11, 2013, 16:28
না-ভোট, মাওবাদী আক্রমণ আর নরেন্দ্র মোদী ফ্যাক্টর । এই তিনটে বিষয়ে জন্য লোকসভা ভোটের সেমিফাইনাল হিসাবে দেখা ছত্তিশগড়ের আজকের বিধানসভা ভোটের দিকে নজর গোটা দেশের। সেই ভোটের মাঝেই বাধল বিপত্তি। ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত ১৮টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।