Chhattisgarh polls - Latest News on Chhattisgarh polls| Breaking News in Bengali on 24ghanta.com
ছত্তিসগড়ের ভোটে এড়ানো গেল না মাও হামলা, অশান্তির আবহে ভোটেও ভোটদানে চোখে পড়ার মত উত্‍সাহ

ছত্তিসগড়ের ভোটে এড়ানো গেল না মাও হামলা, অশান্তির আবহে ভোটেও ভোটদানে চোখে পড়ার মত উত্‍সাহ

Last Updated: Monday, November 11, 2013, 16:28

না-ভোট, মাওবাদী আক্রমণ আর নরেন্দ্র মোদী ফ্যাক্টর । এই তিনটে বিষয়ে জন্য লোকসভা ভোটের সেমিফাইনাল হিসাবে দেখা ছত্তিশগড়ের আজকের বিধানসভা ভোটের দিকে নজর গোটা দেশের। সেই ভোটের মাঝেই বাধল বিপত্তি। ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত ১৮টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।