Chinese new year - Latest News on Chinese new year| Breaking News in Bengali on 24ghanta.com
প্যারেড, লায়ন ফাইট, আলো আর খাওয়াদাওয়ায় স্বাগত চিনা নববর্ষ, বছরটা এবার ঘোড়ার

প্যারেড, লায়ন ফাইট, আলো আর খাওয়াদাওয়ায় স্বাগত চিনা নববর্ষ, বছরটা এবার ঘোড়ার

Last Updated: Friday, January 31, 2014, 13:37

আজ চিনা নববর্ষের প্রথম দিন। নতুন বছরের প্রথম দিনে সেজে উঠেছে চিন ও জাপান। আলো আর আতসবাজিতে নববর্ষকে বরণ করে নিল এই দুই দেশ। চন্দ্র মাস অনুযায়ী বসন্তের প্রথম দিন চিনা নববর্ষ। চিনা ক্যালেন্ডারে গত বছরটা ছিল সিংহের দখলে। এবার মালিকানা বদলেছে। ঘোড়ার হাতেই এবারের দখল। তবে নিউ ইয়ার্স ইভটা এবার একটু অন্যরকম চিনের রাজধানী বেজিংয়ে। কারণ , এবারই প্রথম দূষণ ঠেকাতে উদ্যোগী সরকার।