Last Updated: Thursday, November 8, 2012, 20:28
সবাই বসে পাঁচদিনের ম্যাচে তাঁর` কামব্যাক` দেখতে। আর তিনি মানে যুবরাজ সিং চান প্রতিশোধ নিতে। এমন একটা প্রতিশোধ যার অপেক্ষায় আছে গোটা ভারত। ইংল্যান্ডের মাটিতে ০-৪ হারের লজ্জা মোছার সেরা উপায় হতে চলেছে আসন্ন চলেছে। এমনিতে ১৫ নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজকে সবাই বলছে বদলার সিরিজ হিসাবে। যুবি সেকথাই প্রকাশ্যে বলে যুদ্ধ শুরুর ডাক দিলেন। চন্ডীগড়ে এক অনুষ্ঠানে যুবি বলেন, "এই বদলার সিরিজটা আমাদের কাছে মোটেও সহজ হবে না। কারণ ওদের দলে কেভিন পিটারসেনের মত ক্রিকেটার রয়েছে।