Last Updated: Tuesday, November 22, 2011, 18:42
উত্তরবঙ্গে প্রভাব বিস্তার করতে কেএলও সদস্যদের দলে টানতে চেয়েছিল মাওবাদীরা। কেএলও-র কমান্ডার-ইন-চিফ টম অধিকারী নিজেই একথা জানিয়েছেন। তাঁর দাবি, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতর কেএলও সদস্যদের হাতে রেড বুক তুলে দিয়েছিলেন মাওবাদী বন্দিরা। উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে কামতাপুরী জঙ্গিদের কাজে লাগাতে চাইছে মাওবাদীরা।