Last Updated: Monday, February 6, 2012, 21:39
প্রধান মুখ্যবনপাল অতনু রাহার পদোন্নতি অবৈধ বলে রায় দিল সুপ্রিম কোর্টে বিচারপতি ডি কে জৈন ও বিচারপতি ডাভের ডিভিশন বেঞ্চ। ২০০৮ সালে প্রধান মুখ্যবনপাল হিসেবে অতনু রাহার পদোন্নতিকে চ্যালেঞ্জ জানিয়ে সেন্ট্রাল ট্রাইবুন্যালে যান আর এক মুখ্যবনপাল এম এ সুলতান।