অতনু রাহার পদোন্নতি অবৈধ, জানাল সুপ্রিম কোর্ট

অতনু রাহার পদোন্নতি অবৈধ, জানাল সুপ্রিম কোর্ট

অতনু রাহার পদোন্নতি অবৈধ, জানাল সুপ্রিম কোর্টপ্রধান মুখ্যবনপাল অতনু রাহার পদোন্নতি অবৈধ বলে রায় দিল সুপ্রিম কোর্টে বিচারপতি ডি কে জৈন ও বিচারপতি ডাভের ডিভিশন বেঞ্চ। ২০০৮ সালে প্রধান মুখ্যবনপাল হিসেবে অতনু রাহার পদোন্নতিকে চ্যালেঞ্জ জানিয়ে সেন্ট্রাল ট্রাইবুন্যালে যান আর এক মুখ্যবনপাল এম এ সুলতান। ট্রাইবুন্যাল অতনু রাহার পদোন্নতিকে বেআইনি বলে রায় দিলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান অতনুবাবু। হাইকোর্টেও হেরে যান অতনু রাহা। এরপর ২০০৭ সালের ১৭ জুন সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলে সেখানে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ পান তিনি। এরপর সোমবার সুপ্রিম কোর্টও অতনু বাবুর আবেদন খারিজ করে জানিয়ে দেয় তাঁর পদোন্নতি অবৈধ। 





First Published: Monday, February 6, 2012, 21:42


comments powered by Disqus