Last Updated: Sunday, March 25, 2012, 20:55
পণবন্দি সমস্যার সমাধানে মাওবাদীদের সামনে আপাতত নরম হল ওড়িশা সরকার। রবিবার পণবন্দি এক ইতালিয় নাগরিককে মুক্তি দিয়ে এর মধ্যেই সরকারের উপর চাপ বাড়িয়েছে মাওবাদীরা। শনিবার কোরাপুটের বিধায়ক অপরহণের পর আলোচনা থেকে সরে এসেছিলেন দুই মধ্যস্থতাকারী দণ্ডপাণি মহান্তি ও বিডি শর্মা। আজ চাপে পড়ে মাওবাদীদের প্রস্তাবিত ওই দুই মধ্যস্থতাকারীকেই ফের আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছেন মুক্যমন্ত্রী নবীন পট্টনায়েক।