DDLJ - Latest News on DDLJ| Breaking News in Bengali on 24ghanta.com
কুড়ি বছর আবার দুলহন সিমরনকে নিতে আসছে দিলওয়ালে রাজ

কুড়ি বছর আবার দুলহন সিমরনকে নিতে আসছে দিলওয়ালে রাজ

Last Updated: Friday, February 28, 2014, 20:56

জুরিকের রাস্তায় সিমরনকে রাজের পটানোর চেষ্টা বা পঞ্জাবের গ্রামে রাজের ছেড়ে যাওয়া ট্রেনের জন্য সিমরনের দৌড়। যেই দৃশ্যই হোক না কেন কুড়ি বছর পরও দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের আবেগ এখনও একই রয়ে গেছে মানুষের মনে। সেই আবেগকেই আবার সতেজ করে তুলতে ডিডিএলজে-র রিমেক আনছেন আদিত্য চোপড়া। এর এবারেও ছবিতে থাকবেন শাহরুখ-কাজল।