কুড়ি বছর আবার দুলহন সিমরনকে নিতে আসছে দিলওয়ালে রাজ

কুড়ি বছর আবার দুলহন সিমরনকে নিতে আসছে দিলওয়ালে রাজ

কুড়ি বছর আবার দুলহন সিমরনকে নিতে আসছে দিলওয়ালে রাজ জুরিকের রাস্তায় সিমরনকে রাজের পটানোর চেষ্টা বা পঞ্জাবের গ্রামে রাজের ছেড়ে যাওয়া ট্রেনের জন্য সিমরনের দৌড়। যেই দৃশ্যই হোক না কেন কুড়ি বছর পরও দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের আবেগ এখনও একই রয়ে গেছে মানুষের মনে। সেই আবেগকেই আবার সতেজ করে তুলতে ডিডিএলজে-র রিমেক আনছেন আদিত্য চোপড়া। এর এবারেও ছবিতে থাকবেন শাহরুখ-কাজল।

আদিত্য জানিয়েছেন নতুন ছবির নাম দুলহনিয়া চলি দিলওয়ালে কে সাথ। তবে নতুন প্রজন্মের সঙ্গে, সময়ের সঙ্গে তাল রেখেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। শাহরুখ ও কাজল দুজনেই ছবিতে থাকবেন ক্যামেও চরিত্রে। ছবির মূল চরিত্রে থাকবেন টেলিভিশন অভিনেতা ফারহান খান ও মহিকা শর্মা। এছাড়াও ছবিতে অনুপম খেরের চরিত্রে অভিনয় করবেন বোমান ইরানি ও অমরীশ পুরীর চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল।

আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার থেকে এখনই এর বেশি কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে ছবির একটি গানের শুটিং হতে পারে মালয়েশিয়ায়।


First Published: Friday, February 28, 2014, 20:56


comments powered by Disqus