Last Updated: Friday, June 28, 2013, 19:59
সুপ্রিম কোর্টের পঞ্চায়েত সংক্রান্ত অন্তিম রায়ের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ``পঞ্চায়েত ভোট হবেই। কোনও অবস্থায় মানুষের অধিকার কাড়তে দেব না।`` এর সঙ্গে তিনি এও জানান সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার ফলে বাধ্য হয়েই রামজান মাসে নির্বাচন করতে হবে তাঁদের। তবে এতে মুসলমান ভাই-বোনেরা অখুশি হবেন বলেও মত তাঁর।