Last Updated: Wednesday, February 26, 2014, 13:17
লোকসভা নির্বাচনের আগে গুরুং-ভূজেন সহ ১০টি সম্প্রদায়কে আদিবাসী হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করল রাজ্য সরকার। কালচারাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পাহাড়ের জনসংখ্যার একটা বড় অংশ আর্থিক এবং সামাজিকভাবে সুবিধা পাবে। মোর্চা নেতা রোশন গিরি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভোটের আগে পাহাড়ের মানুষের মন জয় করার লক্ষ্যেই মমতা ব্যানার্জির এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।