Last Updated: March 19, 2014 10:12

পাহাড়ে ধরপাকড় অব্যাহত। গতকাল মোর্চার এক যুব নেতাকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এক হাজার মোর্চা কর্মী সমর্থকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিজেপিকে সমর্থনের কথা ঘোষণার পরই মোর্চার ওপর বাড়তি চাপ শুরু করেছে সরকার।
এই পরিস্থিতির মধ্যেই আজ পাহাড়ে যাচ্ছেন জিএনএলএফ নেতা সুবাস ঘিসিং। দলীয় সুত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দলের অবস্থান ঠিক করতেই পাহাড় সফরে যাচ্ছেন তিনি। নির্বাচনে ঘিসিংয়ের সমর্থন কোন দল পেতে চলেছে সেইদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। পাশাপাশি আজ নির্বাচনী প্রচারে পাহাড়ে যাচ্ছেন মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শিলিগুড়িতে দলীয় বৈঠক সেরে দার্জিলিং পৌছবেন আলুওয়ালিয়া।
First Published: Wednesday, March 19, 2014, 10:14