Last Updated: Monday, October 10, 2011, 09:29
স্পেকট্রাম কাণ্ডে পি চিদম্বরমের ভূমিকা নিয়ে মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। এদিকে, প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানের বাড়ি এবং অফিস মিলিয়ে মোট এগারোটি জায়গায় আজ অভিযান চালায় সিবিআই। দয়ানিধি মারানের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে সিবিআই।