Debendarpal shing bh - Latest News on Debendarpal shing bh| Breaking News in Bengali on 24ghanta.com
ভুল্লারের মৃত্যুদণ্ডে স্থগিতেদেশ দিল সুপ্রিম কোর্ট

ভুল্লারের মৃত্যুদণ্ডে স্থগিতেদেশ দিল সুপ্রিম কোর্ট

Last Updated: Friday, January 31, 2014, 15:47

দিল্লি বিস্ফোরণকাণ্ডে দোষী সাব্যস্ত দেবেন্দরপাল সিং ভুল্লারের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এ নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের কাছে মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ভুল্লারের মানসিক অবস্থা নিয়েও রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। ১৯৯৩ সালে দিল্লি বিস্ফোরণকাণ্ডে ভুল্লারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেয় আদালত। মৃত্যুদণ্ড মকুবের আবেদন জানায় ভুল্লার। কিন্তু এগারো বছর কেটে গেলেও ভুল্লারের ক্ষমা প্রার্থনা নিয়ে সিদ্ধান্ত হয়নি।