Supreme Court stays Devinder Pal Singh Bhullar`s execution

ভুল্লারের মৃত্যুদণ্ডে স্থগিতেদেশ দিল সুপ্রিম কোর্ট

ভুল্লারের মৃত্যুদণ্ডে স্থগিতেদেশ দিল সুপ্রিম কোর্ট দিল্লি বিস্ফোরণকাণ্ডে দোষী সাব্যস্ত দেবেন্দরপাল সিং ভুল্লারের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এ নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের কাছে মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ভুল্লারের মানসিক অবস্থা নিয়েও রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। ১৯৯৩ সালে দিল্লি বিস্ফোরণকাণ্ডে ভুল্লারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেয় আদালত। মৃত্যুদণ্ড মকুবের আবেদন জানায় ভুল্লার। কিন্তু এগারো বছর কেটে গেলেও ভুল্লারের ক্ষমা প্রার্থনা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

ভুল্লারের আইনজীবীর দাবি, দীর্ঘদিন শাস্তি মকুবের জন্য অপেক্ষা করে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। গত বছরও শীর্ষ আদালতে শাস্তি মকুবের আবেদন জানান ভুল্লারের আইনজীবী। কিন্তু তা খারিজ করে দেয় আদালত। একুশে জানুয়ারি মৃত্যুদণ্ড রদ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে সামনে রেখেই ফের আদালতের দ্বারস্থ দেবেন্দর সিং ভুল্লারের আইনজীবী। আগামী উনিশে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

First Published: Friday, January 31, 2014, 15:47


comments powered by Disqus