Last Updated: Friday, December 23, 2011, 23:23
আপত্তিজনক ছবি প্রকাশের অভিযোগে গুগুল, ফেসবুক, মাইক্রোসফ্টের মতো সংস্থাগুলিকে নোটিস পাঠাল দিল্লির একটি আদালত। তিনদিন আগেই ফেসবুক, গুগুল এবং ইউটিউব সহ একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে যাবতীয় আপত্তিজনক বিষয়বস্তু তাদের সাইট থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল দিল্লির আরেকটি আদালত।