কাঠগড়ায় ফেসবুক, Notice against Facebook

সোশাল নেটওয়ার্কিং এ নজরদারি, দিল্লির রোষের মুখে ফেসবুক, গুগল

সোশাল নেটওয়ার্কিং এ নজরদারি, দিল্লির রোষের মুখে ফেসবুক, গুগলআগামী বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইউটিউব সহ ২১টি ওয়েবসাইটকে অবমাননাকর মন্তব্য, লেখা অথবা ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দিল দিল্লির এক আদালত। ৬ ফেব্রুয়ারির মধ্যেই অভিযুক্ত এই ২১টি সংস্থা কে আদালতের কাছে লিখিতভাবে তাদের বক্তব্য পেশ করতে হবে। অন্যথায় অবমাননার দায় বর্তাবে এই ওয়েবসাইটগুলির ওপর।

সোশাল নেটওয়ার্কিং সাইটে মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর আপত্তিজনক ছবি নিয়ে গত ৬ ডিসেম্বরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল কেন্দ্র। রাজনৈতিক ও ধর্মীয় নেতানেত্রীদের বিরুদ্ধে অবমাননাকর, উস্কানিমূলক মন্তব্যের ওপর লাগাম টানার কথা বলে ফেসবুককে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানিয়ে দেন সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও, এধরনের বিষয় কোনওভাবেই মেনে নেবে না কেন্দ্র। গুগল এবং ফেসবুককে বার্তা দিয়ে সিব্বল বলেন, সংস্থার নিজেদের এমন ব্যবস্থা থাকা উচিত যাতে আপত্তিজনক কিছু নজরে আসা মাত্রই সাইট থেকে সরিয়ে নিতে পারে তারা।

সোস্যাল নেটওয়ার্কিং সাইটে প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর আপত্তিকর ছবি প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্র। বিষয়টি নিয়ে টেলিকম মন্ত্রী কপিল সিবল ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহুর কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। যদিও তখন মন্ত্রীর সতর্কতার প্রেক্ষিতে কোনও প্রতিশ্রুতি দেননি তাঁরা। শুধুমাত্র, নির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখার কথা বলা হয়েছিল।







First Published: Saturday, December 24, 2011, 16:07


comments powered by Disqus