Last Updated: Monday, December 23, 2013, 08:58
সব জল্পনার অবসান। দিল্লিতে আপ কি সরকার এখন শুধু সময়ের অপেক্ষায়। রাজধানীর সাধারণ মানুষের কাছ থেকে সরকার গঠনের জন্য সদর্থক সারা পাওয়ার পর কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করতে চলেছে আম আদমি পার্টি। দল দিল্লিতে সরকার গঠন করবে কিনা সেই সিদ্ধান্তে আসার জন্য আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিনব পন্থা বেছে নিয়েছিলেন। সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরোটাই ছেড়ে দিয়েছিলেন দিল্লির সাধারণ মানুষের উপর। এসএমএস, চিঠি, এবং প্রতিটি ওয়ার্ডে ২৭২টি পাবলিক মিটিংয়ের মাধ্যমে মতামত জানিয়েছেন রাজধানীর বাসিন্দারা। এবং অধিকাংশেরই মতামত গিয়েছে সরকার গটনের পক্ষে। আজ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে গিয়ে আপ সরকার গঠনের দাবি জানাবে বলে মনে করা হচ্ছে।