Last Updated: December 30, 2013 22:16

জলের চ্যালেঞ্জ পার হলেন কেজরিওয়াল। প্রতিশ্রুতি রাখলেন দিল্লিতে নিখরচায় জল সরবরাহের। নতুন বছরের প্রথম দিন থেকেই নিখরচায় দিনে প্রায় ৬৭০ লিটার জল পাবে রাজধানীর প্রতিটি পরিবার। আজ দিল্লির জল বোর্ডের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। তবে মাসে কুড়ি হাজার লিটারের বেশি ব্যবহার হলেই সেই পরিবারকে জলের জন্য পুরো মাশুল গুণতে হবে।
দিল্লিবাসীদের নিখরচায় দৈনিক ৭০০ লিটার জল পৌছে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আম আদমি পার্টির। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অসুস্থ। তাই কেজরিওয়ালের বাড়িতেই দুপুরে বৈঠক করতে যান দিল্লি জল বোর্ডের কর্তারা। বৈঠক শেষে ঘোষণা হয় নতুন জল সরবরাহ নীতির।
নিখরচায় মাসে ২০ হাজার লিটার জল পেলেও বেশি খরচের জন্য কিন্তু পুরো জলের মাশুলই দিতে হবে বাসিন্দাদের। আপাতত তিন মাসের জন্য এই জলনীতি চালু থাকার কথা বলা হয়েছে। যদিও এক্ষেত্রে কোনও সময়সীমা থাকছে না বলেই দাবি আপ নেতা কুমার বিশ্বাসের।
জল সরবরাহ নিয়ে নতুন আপ সরকার প্রতিশ্রুতি রাখায় খুশি দিল্লির বাসিন্দারা। আপ সরকারের জল সরবরাহ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। তাঁর দাবি, দিল্লিতে জলে ভর্তুকি আগে থেকেই ছিল।
ঘোষণা অনুযায়ী বাড়িতে জলের মিটার থাকলেই আপ সরকরের জল -সরবরাহ নীতির সুবিধে পাওয়া যাবে। কিন্তু সেই মিটার নেই দিল্লির প্রায় ঝুপড়ি ও কলোনিতে। সেই বাসিন্দারা কী করে নিখরচায় জল পাবেন তা অবশ্য পরিষ্কার করেনি দিল্লি সরকার।
First Published: Monday, December 30, 2013, 22:16