Last Updated: Sunday, April 28, 2013, 09:37
ঢাকায় বহুতল ভেঙে মৃত্যুর সংখ্যা ঢাকার কাছে সাভারে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০। এখনও নিখোঁজ প্রায় এক হাজার মানুষ। ধবংসস্তূপ সরিয়ে বেশকিছু দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু সেগুলির অধিকাংশই এতটা বিকৃত হয়ে গেছে যে শণাক্তকরণের কাজ করা যায়নি। দেহগুলি উদ্ধারের পর একটি স্কুলের সামনে রাখা হয়েছে। স্কুলের বাইরে দেওয়া হয়েছে নিখোঁজদের নামের তালিকাও। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। ঢাকার সাভারে বহতল ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে জোরকদমে। শনিবারও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে একের পর এক দেহ। একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, দমকল, সিভিল ডিফেন্স এবং বিজিবি। উদ্ধারকাজে সমন্বয়ের কোনও অভাব নেই বলে জানিয়েছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তা। শনিবার দুপুরে হালকা বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি স্কুলের বাইরে নিখোঁজদের ছবি টাঙানো হয়েছে। সেখানে উদ্বিগ্ন আত্মীয়-পরিজনদের ভিড়। স্বজন হারানোর কান্না।