Last Updated: Thursday, November 10, 2011, 13:44
বেসরকারি বিমানসংস্থাগুলির আর্থিক সঙ্কটের জন্য কার্যত কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুললেন কিংফিশার এয়ারলাইন্স-এক কর্ণধার বিজয় মালিয়া। ট্যুইটার-বার্তায় তাঁর অভিযোগ, ডিজিসিএ-র বর্তমান আইনে বিমান কোম্পানিগুলিকে বাধ্যতামূলক ভাবে অলাভজনক রুটে বিমান চালাতে হয়। ফলে লোকসানের বহর বাড়তেই থাকে।