Last Updated: Wednesday, July 25, 2012, 23:24
ডোপিংয়ের অভিযোগে ১০৭ জন অ্যাথলিট অংশ নিতে পারছেন না লন্ডন অলিম্পিকে। মঙ্গলবার এই ঘোষণা করেছেন ওয়ার্ল্ড অ্যান্টি
ডোপিং এজেন্সি বা ওয়াডার সভাপতি জন ফাহে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে লাগাতার খেলোয়ারদের ওপর নজরদারি চালিয়ে গেছে ওই
সংস্থাটি। বেশ কিছুদিন থেকেই লন্ডন অলিম্পিকের দৌড়ে থাকা খেলোয়ারদের সতর্ক করছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা। সংস্থার
সভাপতি জন ফাহে জানিয়েছিলেন, যেসব অ্যাথলিট নিষিদ্ধ ওষুধের সেবন করছেন তাঁরা আগেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিক।