Last Updated: Saturday, January 19, 2013, 22:41
বিদেশি ট্রেভর জেমস মরগ্যান আর স্বদেশি সুভাষ ভৌমিকের ট্যাক্টিক্যাল লড়াইয়ে জিতলেন চার্চিল কোচই। এর সঙ্গেই আই লিগ জয়ের আশা কার্যত শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের। শনিবার যুবভারতীতে চার্চিল ব্রাদার্সের কাছে পরিস্কার ৩-০ গোলে হেরে গেল মরগ্যানের দল। ম্যাচে জোড়া গোল করেন চার্চিলের হেনরি। অন্য গোলটি
আক্রমের।