Last Updated: September 12, 2013 21:43

ঘরোয়া লিগের খেলায় শুরুতেই ছন্দে ইস্টবেঙ্গল।পুলিস এসিকে ৪- ০ গোলে হারাল ফ্যালোপার ছেলেরা। জোড়া গোল আব্রাঞ্চেসের। একটি করে গোল ডিকা,চিড্ডির।
মরসুমের শুরু থেকেই জয়ের ছন্দে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ তিন গোলে এগিয়ে থাকার অবস্থায় খারাপ আলোর জন্য পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচ অবশ্য কোনকিছুই থামাতে পারল না লালহলুদ ফুটবলারদের। পুলিস এসিকে ৪-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ফ্যালোপার ছেলেরা।
চিড্ডি প্রথম গোল করার পর জোয়াকিম আব্রাঞ্চেজ ব্যবধান বাড়ান। এরপর গোল করেন ডিকা। দ্বিতীয়ার্ধে ফের গোল করেন আব্রাঞ্চেজ। গতমরসুমে ছন্দ খুঁজে বেড়ালেও এবার প্রথম থেকেই তাঁর গোলের মধ্যে থাকা কোচকে স্বস্তি দেবে। ইস্টবেঙ্গলের মাঝমাঠে ভাসুম, লোবো এদিন দাপটে খেলে নজর কাড়েন।
First Published: Thursday, September 12, 2013, 21:43