Ebiza - Latest News on Ebiza| Breaking News in Bengali on 24ghanta.com
ঠিক জমছে না রনবীর-ক্যাটরিনার প্রেম

ঠিক জমছে না রনবীর-ক্যাটরিনার প্রেম

Last Updated: Monday, January 13, 2014, 16:25

স্পেনের ইবিজা সমুদ্রতটে দুজনের ছবি প্রকাশের পর থেকেই খবরের শিরোনামে রনবীর-ক্যাটরিনার প্রেম। কফি উইথ করমের শো-য়ে ক্যাটকে বৌদি বলেও সম্বোধন করেন করিনা। রনবীর-ক্যাট একসঙ্গে বছরের প্রথমে ছুটি কাটাতেও বিদেশ গিয়েছিলেন। কিন্তু ফেরার পর থেকেই দুজনের সম্পর্কের মধুরতা কোথায় চিড় ধরেছে। রনবীর বিয়ের প্রস্তাব দেননি বলেও জানিয়েছিলেন ক্যাট।