ঠিক জমছে না রনবীর-ক্যাটরিনার প্রেম

ঠিক জমছে না রনবীর-ক্যাটরিনার প্রেম

ঠিক জমছে না রনবীর-ক্যাটরিনার প্রেম স্পেনের ইবিজা সমুদ্রতটে দুজনের ছবি প্রকাশের পর থেকেই খবরের শিরোনামে রনবীর-ক্যাটরিনার প্রেম। কফি উইথ করমের শো-য়ে ক্যাটকে বৌদি বলেও সম্বোধন করেন করিনা। রনবীর-ক্যাট একসঙ্গে বছরের প্রথমে ছুটি কাটাতেও বিদেশ গিয়েছিলেন। কিন্তু ফেরার পর থেকেই দুজনের সম্পর্কের মধুরতা কোথায় চিড় ধরেছে। রনবীর বিয়ের প্রস্তাব দেননি বলেও জানিয়েছিলেন ক্যাট।

একটি ট্যাবলয়েডে প্রকাশিত খবর অনুযায়ী নিউ ইয়র্কে ছুটি কাটানোর সময়ই রনবীর-ক্যাটের মধ্যে ঝামেলা শুরু হয়। ক্যাটরিনা রনবীরকে নিয়ে নিরাপত্তার অভাবে ভোগেন, তাঁর কাছ থেকে দায়বদ্ধতা চান। আবার অন্যদিকের খবর ক্যাটরিনা নাকি এখন শুধু কেরিয়ারেই মন দিতে চান।

আপাতত জগ্গা জাসুস ছবির জন্য শুটিং শুরু করেছেন দুজনে।

First Published: Monday, January 13, 2014, 16:25


comments powered by Disqus