Last Updated: Wednesday, June 26, 2013, 09:52
দেশের মানুষের ফোনে আড়ি পাতছে সরকার, নজর রাখা হচ্ছে ইন্টারনেটে গতিবিধিতে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এহেন কার্যকলাপ ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন। তারপর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজছে আমেরিকার গোয়েন্দারা। কিন্তু কোথায় স্নোডেন? খোঁজ মিলেছে গতকাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কো বিমানবন্দরেই রয়েছেন এডওয়ার্ড স্নোডেন।