Last Updated: June 25, 2013 14:16

কোথায় আছেন এডওয়ার্ড স্নোডেন? সারা বিশ্বজুড়ে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এনএসএ-এর খবর পাচারকারী স্নোডেনকে এখন হন্যে হয়ে খুঁজছে মার্কিন সরকার।
গত মঙ্গলবার থেকেই কোনও হদিশ পাওয়া যাচ্ছে না স্নোডেনের। মস্কো থেকে হাভানা হয়ে ইকুয়েডর যাওয়ার কথা ছিল স্নোডেনের। যে এয়ার লাইন্সে স্নোডেনের হাভানা যাওয়ার কথা ছিল তারা এই প্রাক্তন এনএসএ কর্মীর চেক ইনের কথা স্বীকার করলেও তারপরে স্নোডেন ঠিক কোথায় সেই সম্পর্কে কোনও তথ্য তারা দিতে পারেনি।
যদিও উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ সোমবার জানিয়েছেন স্নোডেন সুস্থ ও সুরিক্ষিত রয়েছেন। অ্যাসেঞ্জ দাবি করেছেন রবিবার হংকং ছেড়ে রাসিয়া ও অনান্য দেশের উপর দিয়ে সুরক্ষিত ভাবেই ইকুয়েডর পৌঁছেছেন স্নোডেন। যদিও এ বিষয়ে আর একটি শব্দও খরচ করেননি উইকিলিকসের প্রতিষ্ঠাতা।
যদিও ইকুয়েডর সরকারের পক্ষ থেকে এখনও এই কথা স্বীকার করা হয়েনি। অন্যদিকে, মার্কিন প্রশাসন প্রচ্ছন্ন হুমকির সুরেই জানিয়ে দিয়েছেন কোনও দেশ যেন স্নোডেনকে আশ্রয় না দেয়।
First Published: Tuesday, June 25, 2013, 14:16