Egyptian brewer - Latest News on Egyptian brewer| Breaking News in Bengali on 24ghanta.com
তিন হাজার বছরের পুরানো মিশরীয় মদ বিক্রেতার সমাধি পাওয়া গেল নীলনদের তীরে

তিন হাজার বছরের পুরানো মিশরীয় মদ বিক্রেতার সমাধি পাওয়া গেল নীলনদের তীরে

Last Updated: Friday, January 10, 2014, 10:23

তিন হাজার বছরের একটি সমাধির খোঁজ পাওয়া গেল নীলনদের পশ্চিম তীর থেকে। মনে করা হচ্ছে এটি এক মিশরীয় প্রধান সুরা বিক্রেতার সমাধি। এক জাপানী প্রত্নতত্ব দল জানাচ্ছেন, সমাধির উপরে রয়েছে নানানবিধ ছবি আঁকা। এই ছবিগুলিতে তখনকার জীবনযাত্রার নিদর্শন পাওয়া যায়।