Last Updated: Friday, January 10, 2014, 10:23
তিন হাজার বছরের একটি সমাধির খোঁজ পাওয়া গেল নীলনদের পশ্চিম তীর থেকে। মনে করা হচ্ছে এটি এক মিশরীয় প্রধান সুরা বিক্রেতার সমাধি। এক জাপানী প্রত্নতত্ব দল জানাচ্ছেন, সমাধির উপরে রয়েছে নানানবিধ ছবি আঁকা। এই ছবিগুলিতে তখনকার জীবনযাত্রার নিদর্শন পাওয়া যায়।