Ancient Egyptian Chief Brewer`s Beautiful Tomb Discovered

তিন হাজার বছরের পুরানো মিশরীয় মদ বিক্রেতার সমাধি পাওয়া গেল নীলনদের তীরে

তিন হাজার বছরের পুরানো মিশরীয় মদ বিক্রেতার সমাধি পাওয়া গেল নীলনদের তীরেতিন হাজার বছরের একটি সমাধির খোঁজ পাওয়া গেল নীলনদের পশ্চিম তীর থেকে। মনে করা হচ্ছে এটি এক মিশরীয় প্রধান সুরা বিক্রেতার সমাধি। এক জাপানী প্রত্নতত্ব দল জানাচ্ছেন, সমাধির উপরে রয়েছে নানানবিধ ছবি আঁকা। এই ছবিগুলিতে তখনকার জীবনযাত্রার নিদর্শন পাওয়া যায়। ছবিতে দেখা যায় সুরা বিক্রেতার প্রধান খনসো ইম হেব (Khonso Im-Heb) ও তাঁর স্ত্রীর সঙ্গে আলাপচারিতা। তিনি মিশরীয় দেবতা মুট (MUT) কে সুরা উত্সর্গ করছেন। এছাড়াও সেই সময়কার প্রতিদিনের যে চালচিত্র রয়েছে মনে করা হচ্ছে মিশরের ইতিহাসে নতুন দরজা খুলে যাবে।

২০০৭ সালে প্রত্নতত্ববিদ জিরো কোন্ডোর নেতৃত্বে খননকার্য শুরু হয় এল খোবাতে। মিশরের পুরাতত্ব মন্ত্রী মহম্মদ ইব্রাহিম জানিয়েছেন জায়গাটিকে সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে। খননকার্য শেষ হলে পরবর্তীকালে এটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

First Published: Friday, January 10, 2014, 11:10


comments powered by Disqus