Last Updated: Sunday, March 30, 2014, 21:03
চৈত্রের শেষদিকেই তাপমাত্রার পারদ ক্রমশ মাত্রা ছাড়া। সেসব উপেক্ষা করেই চলছে প্রার্থীদের ভোটপ্রচার। তবে গরমের দাপট থেকে বাঁচতে সতর্ক তাঁরা। প্রচারপর্ব চলছে সকাল এবং সন্ধেয়।পরণে হাল্কা সুতির পোশাক। সঙ্গে থাকছে টক দই আর পাতি লেবু। তবে ভাবমূর্তি সম্পর্কে সতর্ক সকলেই। ব্যবহার করছেন না এ সি গাড়ি। এভাবেই তীব্র গরমকে কৌশলে মোকাবিলা করে জেলায় জেলায় চলছে প্রার্থীদের ভোটপ্রচার।