দক্ষিণ বঙ্গ জুড়ে তাপ প্রবাহ, প্রখর তাপের চৈত্র দুপুরে দাবদাহ অগ্রাহ্য করে চলছে ভোট প্রচার

দক্ষিণ বঙ্গ জুড়ে তাপ প্রবাহ, প্রখর তাপের চৈত্র দুপুরে দাবদাহ অগ্রাহ্য করে চলছে ভোট প্রচার

দক্ষিণ বঙ্গ জুড়ে তাপ প্রবাহ, প্রখর তাপের চৈত্র দুপুরে দাবদাহ অগ্রাহ্য করে চলছে ভোট প্রচারতাপপ্রবাহের কবলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলা। চৈত্রের মাঝামাঝিতেই গলদঘর্ম অবস্থা। তা বলে কিন্তু থেমে নেই ভোটপ্রচার। গরমের সঙ্গে টেক্কা দিয়েই ভোট প্রচার চলছে জেলায় জেলায়।ভোটের ময়দানে এখন চড়া রোদ আর গরমই প্রার্থীদের প্রধান প্রতিপক্ষ। গরমকে চ্যালেঞ্জ জানিয়েই প্রচারে পুরনো থেকে নতুন প্রার্থী সকলেই।

একচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই প্রচারে ব্যস্ত বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গরমে পিছু হটতে নারাজ বীরভূমের বিজেপি প্রার্থী জয় ব্যানার্জিও। ঠা ঠা রোদে প্রচারে বেরিয়ে কখনও বা লস্যিতে গলা ভিজিয়ে নিচ্ছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী অভিনেতা নিমু ভৌমিক। কখনও বা বিশ্রাম নিচ্ছেন চায়ের দোকানে।

মার্চের শেষে গরমের তীব্র দাপট বাঁকুড়াতেও। তবে ভোটপ্রচার থেমে নেই। তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে। তাপমাত্রার পারদ যতই উর্ধমুখী হোক, ভোট প্রচারে তো বেরোতেই হবে। অতএব গরমকে এড়াতে নানা কৌশল নিতে হচ্ছে সব দলের প্রার্থীদের। মঙ্গলবার বাঁকুড়ায় দ্বিতীয় দফার প্রচারে নামবেন মুনমুন সেন। তবে তীব্র দহনের কথা ভেবে দুপুরের দিকে কোনও কর্মসূচি রাখেননি তিনি। কংগ্রেস প্রার্থী নীলমাধব গুপ্তের ভাবভঙ্গি অনেকটাই ডাউন টু আর্থ। গরমের মধ্যেই চলছে প্রচার। ক্লান্ত হলেই আমজনতার স্টাইলে গলা ভিজিয়ে নিচ্ছেন ডাবের জলে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার পেশায় চিকিত্‍সক। অবস্থা বুঝে কর্মীসমর্থকদের নিয়ে ঢুকে পড়ছেন রাস্তার ধারের কোনও বাড়িতে। তৃষ্ণা মেটানো আর জনসংযোগ, এক ঢিলে দুই পাখি মারছেন সুভাষ সরকার। তবে বিজেপি প্রার্থীর কর্মী-সমর্থকেরা অনেক বেশি স্মার্ট। তাঁদের একহাতে ঠাণ্ডা পানীয়, অন্য হাতে হাতপাখা।

First Published: Monday, March 31, 2014, 20:50


comments powered by Disqus