Last Updated: Tuesday, January 21, 2014, 17:01
বয়স মাত্র 19. কানডার রাজপরিবারের মেয়ে. অসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে সব হিসাবে উল্টে দিয়ে সুন্দরীর স্বপ্নের রথ ছুটেই চলেছে . সেরেনা উইলিয়ামসকে হারিয়ে যিনি চমকে দিয়েছিলেন সেই আনা ইভানোভিচকে হারিয়ে নতুন অপেক্ষার জন্ম দিলেন কানাডার ইউগেনাই বাউচার্ড( Eugenie Bouchard). কোয়ার্টার ফাইনালে আনা ইভানোভিচকে 5-7, 7-5, 6-2 হারিয়ে শেষ চারে উঠে গেলেন কানাডার রাজপরিবাবের স্বর্ণকেশী মেয়ে (blonde-haired) বাউচার্ড . এবারেই প্রথম অসি ওপেনের মূলপর্বে খেলতে নেমে খেতাব জযের এত কাছে চলে গিয়ে সবাইকে তাক লাগিযে দিলেন টেনিসের নতুন রাজকন্যা.