Last Updated: January 21, 2014 17:01

------------------------------------------------------------------------
বয়স মাত্র 19. কানডার রাজপরিবারের মেয়ে. অসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে সব হিসাবে উল্টে দিয়ে সুন্দরীর স্বপ্নের রথ ছুটেই চলেছে . সেরেনা উইলিয়ামসকে হারিয়ে যিনি চমকে দিয়েছিলেন সেই আনা ইভানোভিচকে হারিয়ে নতুন অপেক্ষার জন্ম দিলেন কানাডার ইউগেনাই বাউচার্ড( Eugenie Bouchard). কোয়ার্টার ফাইনালে আনা ইভানোভিচকে 5-7, 7-5, 6-2 হারিয়ে শেষ চারে উঠে গেলেন কানাডার রাজপরিবাবের স্বর্ণকেশী মেয়ে (blonde-haired) বাউচার্ড . এবারেই প্রথম অসি ওপেনের মূলপর্বে খেলতে নেমে খেতাব জযের এত কাছে চলে গিয়ে সবাইকে তাক লাগিযে দিলেন টেনিসের নতুন রাজকন্যা.
সেমিফাইনালে বাউচার্ড খেলবেন চিনের লি না-এর বিরুদ্ধে. ফ্লাবিও পানেত্তাকে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠা লি না-কে চিন্তায় রাখবে স্বর্ণকেশীর রাজকন্যার দুরন্ত ফোরহ্যান্ড আর ডাউন দ্য লাইন শট মারার দৈবিক দক্ষতা.
কানাডার 19 বছরের বাউচার্ডকেই এখন টেনিস বিশ্বের সবচেয়ে সুন্দরী খেলোয়াড় হিসাবে দেখছে সবাই. সেই বাউচার্ড যে খেলাতেও এত বড় চমক দেবেন তা কেউ আন্দাজ করতে পারেননি. কানাডার প্রথম মহিলা হিসাবে অসি ওপেনের সেমিফাইনালে ওঠার পর বাউচার্ড বললেন, তিনি জাস্টিন বার্বারের সঙ্গে ডেট করতে চান.

এদিকে মহিলাদের ডাবলস থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা.কোয়ার্টার ফাইনালে সানিয়া-কারা ব্ল্যাক জুটি হারলেন তারকা জুটি সারা ইরানি-রবার্তো ভিনচে জুটির বিরুদ্ধে. সানিযারা হারেন 6-2, 3-6, 6-4
First Published: Tuesday, January 21, 2014, 17:06