Last Updated: Sunday, December 8, 2013, 14:20
মিলে গেল এক্সিট পোলের ভবিষ্যৎবাণী। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর প্রায় সমস্ত এক্সিট পোলেই ছিল গেরুয়া ঝড়ের তীব্র ইঙ্গিত। রবিবার চার রাজ্যের নির্বাচনের ফলাফলের গণনা শুরু হওয়ার পর থেকেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা। দিল্লিতে আম আদমি পার্টি যে ম্যাজিক দেখাতে চলছে সবকটি এক্সিট পোলই সেটা নির্দেশ করেছিল। বাস্তবেও ঘটল তাই। অন্যদিকে, দিল্লি আর রাজস্থানের তখতে যে এবার পদ্মফুল ফুটবে তারও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মিলে গেছে মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতা ধরে রাখার ভবিষ্যতবাণী। এমনকী ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডু লড়াইয়ের চিত্রটাও খুব স্পষ্ট করেই এসেছিল এক্সিটপোল গুলিতে। বাস্তবেও ঘটছে তাই।