Last Updated: Thursday, May 1, 2014, 15:40
সাতসকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাই সেন্ট্রাল স্টেশন। নিহত এক মহিলা। আহত বেশ কয়েকজন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। বিস্ফোরণের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার ভোর পাঁচটা কুড়ি নাগাদ পৌছনোর কথা থাকলেও সাতটা পাঁচ নাগাদ চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢোকে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ন`নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের এস ফোর ও এস ফাইভ কামরায় এর মিনিট দশেকের মধ্যেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গেই ন নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রেখে তল্লাসি শুরু করে পুলিস।