Last Updated: Friday, February 28, 2014, 21:20
লোকসভা ভোটের ঠিক আগে আসন পিছু প্রচার খরচের ঊর্ধ্বসীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন থেকে আসন পিছু প্রচারে খরচ করা যাবে সত্তর লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কড়া নিন্দা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, এর ফলে পুঁজিবাদী প্রার্থী ও বড় রাজনৈতিক দলগুলি বাড়তি সুবিধা পাবে। এই সিদ্ধান্ত ভোটপ্রচারে দুর্নীতি ও কালো টাকার ব্যবহারেও প্রশ্রয় দেবে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।