Last Updated: Saturday, December 21, 2013, 12:32
ভারত বাংলাদেশ সীমান্তে মালদার কালিয়াচক থানার মহব্বতপুর। জাল নোট কারবারে সারা দেশে এই গ্রামেরই কমকরে ১০০ জন জেলবন্দি। পুলিসের সন্দেহের তালিকায় রয়েছেন আরও অনেকে। অথচ গ্রামের ভোটার মাত্র ২ হাজার। ধনের খোঁজে প্রায় প্রতিদিনই জাল নোটের জালে জড়ায় গ্রামের পুরুষরা। আর মেয়েরা--ধনী হওয়ার স্বপ্ন দেখার শেষে দিন কাটান চরম দুর্দশায়।