Last Updated: Monday, January 14, 2013, 12:24
শীতের শহরে নক্ষত্র সমাগম। সেখানে হাজির টলিউড, বলিউড থেকে শুরু করে বিদেশি তারকারাও। সৌজন্যে কলাকার অ্যাওয়ার্ড। শিল্প ও সংস্কৃতি জগতের কয়েকজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে কলাকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠানে সেরা বাংলা নিউজ চ্যানেলের সম্মান পেল ২৪ ঘণ্টা।