Last Updated: Thursday, November 8, 2012, 23:42
পেশাদারি টেনিসের কুলীন প্রতিযোগিতা এটিপি ওয়ার্ল্ড ট্যুরে রজার ফেডেরারের দুর্ধষ ফর্ম অব্যাহত। বছরের সেরা আট খেলোয়াড়কে নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় ফেডেরার সেমিফাইনালে উঠলেন। প্রতিযোগিতায় গত দুবারের চ্যাম্পিয়ন ফেড এক্স গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচেও জিতলেন।