Last Updated: Saturday, January 25, 2014, 12:23
বলিউডি গানের দুনিয়ায় বাঙালির জয়জয়কার। ২০১৩-র সেরা প্লেব্যাক মেল ও ফিমেল সিঙ্গার হিসেবে এবারের ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন যথাক্রমে অরিজিৎ সিং আর মোনালী ঠাকুর। সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কারা পেয়েছেন আরেক বাঙালি জিৎ গাঙ্গুলি। সেরা অভিনেতা ভাগ মিলখা ভাগের নায়ক ফারহান আখতার আর গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা ছবির জন্য সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। হিন্দি ছবির দুনিয়ায় সেরা ট্রেন্ড সেটার চেন্নাই এক্সপ্রেস।