Last Updated: Thursday, June 7, 2012, 09:22
আগুনে ভস্মীভূত হল নর্থ ব্লকে অর্থমন্ত্রকের একটি দফতর। আজ ভোররাতে আগুন লাগে দফতরের একতলায়। আগুনে বহু নথি, চেয়ার, টেবিল, পাখা, সব কিছুই পুড়ে গেছে। সকাল পৌনে ৬টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন।