First test - Latest News on First test| Breaking News in Bengali on 24ghanta.com
একদিনের পর টেস্টেও ভরাডুবির পথে ভারত, অকল্যান্ডে প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড

একদিনের পর টেস্টেও ভরাডুবির পথে ভারত, অকল্যান্ডে প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড

Last Updated: Thursday, February 6, 2014, 20:53

ভারতের বিরুদ্ধে অকল্যান্ড টেস্টের প্রথম দিনে চালকের আসনে নিউজিল্যান্ড। দিনের শেষে চার উইকেট হারিয়ে তাদের রান ৩২৯। ১৪৩ রানে অপরাজিত কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। এর আগে আজ ইডেন পার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি।