একদিনের পর টেস্টেও ভরাডুবির পথে ভারত, অকল্যান্ডে প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড

একদিনের পর টেস্টেও ভরাডুবির পথে ভারত, অকল্যান্ডে প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড

একদিনের পর টেস্টেও ভরাডুবির পথে ভারত, অকল্যান্ডে প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ডভারতের বিরুদ্ধে অকল্যান্ড টেস্টের প্রথম দিনে চালকের আসনে নিউজিল্যান্ড। দিনের শেষে চার উইকেট হারিয়ে তাদের রান ৩২৯। ১৪৩ রানে অপরাজিত কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। এর আগে আজ ইডেন পার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি।

শুরুতেই দুই অপেনার পিটার ফুলটন ও হ্যামিশ রাদারফোর্ডকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত তিন রানের মাথায় ইশান্ত শর্মার বলে জাডেজার হাতে ধরা পড়ে যান রস টেলরও। এরপর দলের হাল ধরেন অধিনায় ম্যাকুলাম ও কেন উইলিয়ামসন। চা বিরতির পরে একশো তেরো রানের মাথায় জাহির খানের বলে আউট হন উইলিয়ামসন। দুটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ও জাহির খান।

First Published: Thursday, February 6, 2014, 20:53


comments powered by Disqus