Last Updated: Wednesday, April 25, 2012, 20:34
মার্চে যতগুলো হওয়ার কথা ছিল সেই অনুযায়ী পর্যাপ্ত কালবৈশাখীর দেখা মেলেনি। এরপর বৈশাখেও বিমুখ বৈশাখী ঝড়। এদিকে চৈত্র পেরিয়ে নতুন বছর ঘুরতেই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। ফলে, ফুলের চাহিদা এখন তুঙ্গে।
Last Updated: Sunday, January 1, 2012, 22:07
বড়দিন থেকে বর্ষবরণ, বছরের শেষ সপ্তাহটায় ফুলের চাহিদা থাকে তুঙ্গে। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফুলের বিকল্প নেই। কিন্তু সেই ফুলের জোগান দিতেই এখন হিমসিম অবস্থা আলিপুরদুয়ারের ফুলচাষিদের।
more videos >>