রাজ্যে বাড়ছে মরসুমি ফুলের চাহিদা, Flower demand rising in West Bengal

রাজ্যে বাড়ছে মরসুমি ফুলের চাহিদা

রাজ্যে বাড়ছে মরসুমি ফুলের চাহিদাবড়দিন থেকে বর্ষবরণ, বছরের শেষ সপ্তাহটায় ফুলের চাহিদা থাকে তুঙ্গে। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফুলের বিকল্প নেই। কিন্তু সেই ফুলের জোগান দিতেই এখন হিমসিম অবস্থা আলিপুরদুয়ারের ফুলচাষিদের। শীতের মরসুমে নানা রঙের বাহারি ফুলের চাষ তাই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে উত্তরবঙ্গে। বড়দিন থেকে নতুন বছরের প্রথম সপ্তাহটা বাজারে মরসুমি ফুলের চাহিদা থাকে তুঙ্গে। আলিপুরদুয়ারের ঘাগরা এলাকায় শীতকালে ফুল চাষ করছেন বহু কৃষক।

ক্যালেন্ডুলা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়ার রঙে ঝলমল করছে বাগান। শুধু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাই নয়, পাশের রাজ্য অসমেও এই মরসুমি ফুলের চাহিদা রয়েছে।







First Published: Sunday, January 1, 2012, 22:09


comments powered by Disqus