Forest rangers - Latest News on Forest rangers| Breaking News in Bengali on 24ghanta.com
হাতির তাণ্ডব রুখতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বনকর্মীদের ওপর হামলা গ্রামবাসীদের

হাতির তাণ্ডব রুখতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বনকর্মীদের ওপর হামলা গ্রামবাসীদের

Last Updated: Tuesday, January 7, 2014, 23:18

হাতি তাড়াতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। এই অভিযোগ তুলে বনকর্মীদের ওপর হামলা চলাল গ্রামবাসীরা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকার। রবিবার রাতে ওই এলাকায় ঢুকে পড়ে একটি হাতির দল। এরপর বিষ্ণুপুর ও জয়পুর ব্লকের বিভিন্ন জায়গায় রীতিমতন তাণ্ডব চালায় হাতিগুলি।