হাতির তাণ্ডব রুখতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বনকর্মীদের ওপর হামলা গ্রামবাসীদের

হাতির তাণ্ডব রুখতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বনকর্মীদের ওপর হামলা গ্রামবাসীদের

হাতির তাণ্ডব রুখতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বনকর্মীদের ওপর হামলা গ্রামবাসীদের হাতি তাড়াতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। এই অভিযোগ তুলে বনকর্মীদের ওপর হামলা চলাল গ্রামবাসীরা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকার। রবিবার রাতে ওই এলাকায় ঢুকে পড়ে একটি হাতির দল। এরপর বিষ্ণুপুর ও জয়পুর ব্লকের বিভিন্ন জায়গায় রীতিমতন তাণ্ডব চালায় হাতিগুলি।

হাতির হানায় নষ্ট হয় বিস্তীর্ণ এলাকার আলু ও সবজি চাষ। হাতি তাড়াতে দুই বনকর্মী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় মারধর। গুরুতর আহত অবস্থায় দুই বনকর্মীকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, হাতি তাড়াতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ফলে বারবার আর্থিক লোকসানের সম্মুখিন হচে হচ্ছে গ্রামবাসীদের।

First Published: Tuesday, January 7, 2014, 23:18


comments powered by Disqus