Last Updated: Saturday, December 7, 2013, 14:26
বাস চালকদের পর জিটিএ ট্যাক্সের প্রতিবাদে এবার ধর্মঘটে নামল ট্যাক্সি সংগঠনগুলি। তাদের অভিযোগ বেআইনি ভাবে রোহিনীতে ট্যাক্স আদায় করছে জিটিএ। বড় গাড়ির ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হচ্ছে ১০০ টাকা। ছোটো গাড়ির ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হচ্ছে ৫০ টাকা। আসা যাওয়া দুক্ষেত্রেই এই ট্যাক্স দিতে হচ্ছে চালকদের। এই ট্যাক্সের প্রতিবাদেই গত দু তারিখ থেকে ধর্মঘট।